
মাহফুজুর রহমান সোহাগ, শেরপুর থেকে : দুর্নীতি বিরোধী আন্দোলনকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে আজ সোমবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাংবাদিকদের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাকের সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি এম এ হাকাম হীরা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সামেদুল ইসলাম তালুকদার, প্রথম আলো প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলা নিউজ প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম তালুকদার, দৈনিক মানবজমিন ও তথ্যধারা প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, দৈনিক বর্তমান প্রতিনিধি সানী ইসলাম, সনাকের সহ-সভাপতি এন এম সাদরুল আহসান মাসুম, টিআইবির আ লিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।