সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবের গভীর শোক প্রকাশ

চ্যানেল এস-এর রিপোর্টার ও উত্তরা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, পরে সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ ও উত্তরা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করছে। গতকাল রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা মহানগর উত্তর বি এন পির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বি এন পির যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর সহ উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল-আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, উত্তরার সাংবাদিক, তার ভক্ত অনুরাগী, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের জানাজায় উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় অংশগ্রহণ করেন।