সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

কামাল খান: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় উত্তরা পূর্ব থানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ.কে.এম আজিজুল হক এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল।

বক্তারা বলেন, “পুলিশ সংস্কারে আর কত প্রাণ দিতে হবে? বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে জাতির দুর্দশা থামবে না।” তারা সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিক নির্যাতন ও হত্যার সব ঘটনার বিচার দাবি করেন এবং বিচার না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উত্তরা প্রেসক্লাব, বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এবং কমিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।