
ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে সাংবাদিক তরিকুল শিবলীর ইন্তেকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন সাংবাদিক তরিকুল শিবলী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।
পরিবারের সঙ্গে সাক্ষাতকালে চার বছর বয়সী আয়াত আবেগভরা কণ্ঠে বলেন,
“আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।”
অবুঝ শিশুর মুখে এমন হৃদয়স্পর্শী কথা উপস্থিত সবার চোখে পানি এনে দেয়।
এসময় নবনির্বাচিত ডাকসু জিএস এস এম ফরহাদ জানান, ছোট দুই শিশুর প্রাথমিক খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পরিবার ও শুভানুধ্যায়ীরা তরিকুল শিবলীর আত্মার মাগফিরাত এবং বাবা হারানো ছোট্ট আয়াত ও আজমীনের জন্য দোয়া কামনা করেছেন।