
স্টাফ রিপোর্টার : সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর বিমান বন্দর পুলিশ বক্সের সম্মুখে দক্ষিণখান ও উত্তরখান থানা প্রেসক্লাব-এর উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ক্লাব এর সম্মানিত সভাপতি মো. মাসুদ পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজ উদ্দিন আহম্মেদ। সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিক সমাজের উপর নির্মম নিষ্ঠুরতা দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে। তিনি শাহবাগ মোড়ে পুলিশের হাতে নির্যাতিত দুইজন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের মেয়রের গুলিতে নিহত সাংবাদিক শিমুল এর কথা উল্লেখ করে বলেন, আমরা এর অবসান চাই। তিনি আরো জানান আমরা সাংবাদিক সমাজ দেশের জন্য নিবেদিত। সমাজের অসংগতি, অনাচার, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে আমরা গুরত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। তিনি বলেন, নিরস্ত্র সাংবাদিকের উপর এমন অত্যাচার বন্ধ করতে হবে। আমরা আর কোন সাংবাদিকের রক্ত ঝরা দেখতে চাই না। মনে রাখতে হবে,মুক্তিযুদ্ধ, স্বাধীনতা,গণতন্ত্রসহ দেশের যা কিছু অর্জন তার পিছনে সাংবাদিক সমাজের রয়েছে উল্লেখ যোগ্য ভূমিকা।
দক্ষিণখান ও উত্তরখান থানা প্রেসক্লাব-এর সাধারন সম্পাদক কে.আর. খান মুরাদ বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধের ব্যাপারে সরকারের পক্ষে থেকে যে ব্যবস্থা নেয়া হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট ।
তিনি জানান, আমরা রাজপথে আন্দোলন করার জন্য এ পেশায় আসিনি। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের বাধ্য করেছে। সমাজ থেকে ঐ সকল লোকের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের শাস্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। যতদিন পর্যন্ত শিমুল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজ উদ্দিন আহম্মেদ সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ থেকে সকল সমাজবিরোধী ও রাষ্ট্রবিরোধীদের চিহ্নিত করুন এবং সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করুন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত অন্যান সাংবাদিক নেতৃবৃন্দগণ মরহুম শিমুলের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা জানান, নিহতের পরিবারের প্রতি রাষ্ট্রের সকল প্রকার দায়িত্ব নিতে হবে।