সাইমন-অহনা অভিনীত ‘চোখের দেখা’

মুক্তি পেতে যাচ্ছে সাইমন-অহনা অভিনীত ‘চোখের দেখা’ শিরোনামের সিনেমাটি। পি এ কাজল পরিচালিত এই সিনেমাটি আগামী ১৪ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে।

 

সিনেমা প্রসঙ্গে পরিচালক পি এ কাজল বলেন, ‘চোখের দেখা সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ করেছি। ইতিমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ভালো দিনক্ষণের জন্য অপেক্ষা করছিলাম। সবকিছু বিবেচনা করে আগামী ১৪ অক্টোবর সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছি।’

 

কুশলী মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় সাইমন, অহনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, আলেকজান্ডার বো, শামস সুমনসহ আরো অনেকে। পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন পি এ কাজল।

 

আইটেম গানসহ এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, সাবিনা ইয়াসমীন, কিশোর, কনা, পড়শী ও আরিফ।

 

গত ১২ জানুয়ারি ঢাকার মগবাজারে শ্রুতি স্টুডিওতে সাব্বির ও পড়শীর গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়। এরপর মানিকগঞ্জ, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং করা হয়।