ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে আজ রাতে ঢাকা ছাড়বেন জাতীয় দলের ১০ ক্রিকেটার। রাত ১০টা ১৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে সিঙ্গাপুর হয়ে সিডনি যাবেন মাশরাফি, সাকিব, তামিমরা।
নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ৯ দিনের ক্যাম্প করবে জাতীয় দলের ২৩ সদস্যের দল। এরই মধ্যে ১৩ ক্রিকেটার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন। আজ তাদের অনুশীলন করার কথা।
বিপিএলের ফাইনাল শেষে আজ সাকিব আল হাসান, মুমিনুল হক, সাব্বির রহমানরা অস্ট্রেলিয়ার বিমান ধরবেন। তাদের সঙ্গী ব্যক্তিগত কাজে প্রথম বহরের সঙ্গে না যাওয়া মাশরাফি বিন মুর্তজা।
সব মিলিয়ে ১০ ক্রিকেটার আজ অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। তারা হলেন, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল,সাকিব আল হাসান, মেহেদী মারুফ, মমিনুল হক, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানভীর হায়দার।
অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্পের মাঝে বিগ ব্যাশের দুই দলের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। সেখান থেকে প্রস্তুতি ম্যাচের পর ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে।
প্রস্তুতি ম্যাচের আগে ওয়ানডের ১৫ জনের স্কোয়াড দেওয়া হবে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে শেষে দেওয়া হবে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড। ৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড দেওয়া হবে। ৮ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫ ক্রিকেটার দেশে ফিরে আসবেন।
প্রাথমিকদল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভীর হায়দার।


