সাকিবের ১৫-২০ রানের আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক : কাগজে-কলমে এবারের বিপিএলের সেরা দল ঢাকা ডায়নামাইটস। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে এ দলটিতে আছেন দেশে-বিদেশে টি-টোয়েন্টি ‘ফেরি’ করে বেড়ানো আরো এক ঝাঁক ক্রিকেটার।

কিন্তু সেই ঢাকা শুক্রবার রাতে হেরেছে ‘পুচকে’ রাজশাহী কিংসের বিপক্ষে। বোলিং কিংবা ব্যাটিং দুই বিভাগেই ফ্লপ ঢাকার ক্রিকেটাররা।

আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে মাত্র ১৩৮ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকা দলের অধিনায়ক সাকিব আল হাসান শুনিয়েছেন ব্যর্থতার গল্প। পাঠকদের জন্য তা দেওয়া হলো:

প্রশ্ন: সামিত প্যাটেলের একটি ওভারেই কি আপনারা হেরে গেলেন?

সাকিব আল হাসান: আসলে একটা ওভার না, আমরা ব্যাটিং-বোলিং দুটোই সামর্থ্য অনুযায়ী করতে পারিনি। এজন্য আজকের ম্যাচটি হেরে গেছি।

প্রশ্ন: লো স্কোরিং ম্যাচ হলো। এর আগেও কয়েকটি ম্যাচ হয়েছে। উইকেট থেকে কোনো সাহায্যই ব্যাটসম্যানরা পাচ্ছেন না?

সাকিব আল হাসান: আমার পক্ষে বলা মুশকিল। আজ মাত্র তো এক বল ব্যাটিং করেই চলে আসলাম (হাসি)। হয়তো আজ আরো ১৫-২০ রান বেশি করা যেত এ উইকেটে। ১৬০ রান হলে ভালো একটি ম্যাচ হতো। আমার মনে হয় না উইকেট খুব খারাপ ছিল।

প্রশ্ন: রাতের ম্যাচগুলোতে কি শিশির বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে?

সাকিব আল হাসান: শিশির একটা ফ্যাক্টর। আমরা যেভাবে আজ বোলিং করতে চেয়েছি সেভাবে আমরা পারিনি। এটা বড় একটা ব্যাপার। অবশ্যই শিশির বড় একটা কারণ। শিশিরের কথা চিন্তা করে টস জিতে আগে স্বাভাবিকভাবে সবাই ফিল্ডিংই করবে। একটা বাড়তি সুবিধা তো থাকেই।

প্রশ্ন: বিরতিহীনভাবে মিরপুরে খেলা হচ্ছে। স্পোর্টিং উইকেট কিংবা টি-টোয়েন্টির মতো উইকেট কি পাচ্ছেন?

সাকিব আল হাসান: মিরপুরে প্রতিদিন খেলা হচ্ছে। উইকেট তৈরি করাও কিউরেটরের জন্য একটু কঠিন চ্যালেঞ্জই বটে। আমার কাছে মনে হয় রাতে উইকেট একটু ভালো থাকে শিশিরের কারণে। বলটা একটু ব্যাটে ভালোভাবে আসে, রানও পাওয়া যায়। দিনের বেলা ব্যাটিং করাটা কঠিন। টি-টোয়েন্টি উইকেটে আপনি চাইবেন ১৮০ রান হবে, সেটা আবার টিমগুলো তাড়া করে জিতবে! আমাদের তো সব কিছু করা সম্ভব না। সীমাবদ্ধতা আছে।