
মো: লিমন সরদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ইউরোপের দেশ ইতালিতে স্বপ্নের জীবন গড়ার উদ্দেশ্যে লিবিয়ার উপকূল বেনগাজী থেকে সাগরপথে যাত্রা করেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার ৩৮ যুবক। তবে সেই স্বপ্নযাত্রা শেষ হয়েছে দুঃস্বপ্নে। যাত্রার ১১ দিন পর জানা যায়, লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করেছে এবং বর্তমানে তারা কারাগারে বন্দি রয়েছেন।
নিখোঁজ হওয়ার পর দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন ইতালি প্রবাসী গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জাকির হোসেন মোল্লা। তিনি জানান, শুধু ৩৮ জনই নয়, একই নৌকা থেকে আরো ৩২ জনসহ মোট ৭০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে গৌরনদীরই আরও ১১ জন যুবক রয়েছেন। আটককৃতদের বেশির ভাগ বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নের বাসিন্দা।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী যুবকদের স্বজনরা জানান, চলতি বছরের ২৩ আগস্ট গৌরনদীর বিভিন্ন গ্রামের ৩৮ যুবক ওমরা হজ ভিসায় সৌদি আরব যান। সেখান থেকে দালাল সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ পথে লিবিয়ায় প্রবেশ করেন। পরে চলতি মাসের ৬ সেপ্টেম্বর পর্যন্ত তারা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করলেও হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যেক যুবক দালাল চক্রের হাতে তুলে দিয়েছেন প্রায় ১৫ লাখ টাকা। সহায়-সম্বল বিক্রি ও ধারদেনার টাকা দিয়ে তারা স্বপ্নের ইউরোপ যাত্রায় পা বাড়ান।
হঠাৎ করে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারগুলোতে নেমে আসে শোকের ছায়া। আটক এক যুবকের বিধবা মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলে বলেছিল, মা তুমি অনেক কষ্ট করেছ, আর কষ্ট করতে হবে না। এখন আমার বুকের মানিক কোথায় আছে, কেমন আছে—তা আমি জানি না। অনেক কষ্টে সহায়-সম্বল বিক্রি করে ছেলে স্বপ্ন পূরণের চেষ্টা করেছিল, এখন সে কারাগারে বন্দি।”
লিবিয়ার কারাগারে বন্দি থাকা যুবকদের পরিবারের দাবি, সরকার দ্রুত উদ্যোগ নিয়ে যেন তাদের দেশে ফিরিয়ে আনে। অন্যথায় এই অবৈধ সাগরপথের দালাল চক্র আরও অনেক স্বপ্নবাজ যুবকের জীবন কেড়ে নেবে।