
মোঃ নাজমুল আলম, ডোমার, ( নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ১ বছরের সাজা প্রাপ্ত আসামী সুমন আলীকে (২৬) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শনিবার (১লা অক্টোবর ) ২০২২ তারিখ আনুমানিক রাত ৮.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ডোমার থানায় মাদক মামলা সংক্রান্তে সর্বমোট ০৩(তিন)টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী থাকায় এএস আই/মো: মিজানুর রহমান সঙ্গিয় ফোর্সসহ আসামীর নিউজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। সুমন আলী উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে হলহলিয়া ভাটিয়াপাড়া গ্রামে মো: নুর আলমের ছেলে, থানা সুত্রে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: সুমন আলীকে (২৬), গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেন। উক্ত আসামী ২০১৫ সালে ডোমার থানা এলাকায় বিপুল পরিমান হেরোইন সহ ডোমার থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। যাহার মামলা নম্বর-জিআর-২১৫/১৯(ডোমার), উক্ত মামলা সংক্রান্তে আসামী সুমন আলী বিজ্ঞ আদালত হইতে জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপন করে দীর্ঘদিন নাটোর জেলাসহ বিভিন্ন জেলায় অবস্থান করছিল। বর্নিত মামলাটির বিচার অন্তে বিজ্ঞ আদালত আসামী সুমনের ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। প্রাথমিকভাবে উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর সদর থানা, নীলফামারীর ডোমারসহ বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজুকৃত সর্বমোট ০৫পাঁচ) টি মামলা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে এই মর্মে তথ্য পাওয়া যায়। আসামীর বিরুদ্ধে
ডোমার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ উন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত সুমন আলীকে এতোদিন পলাতক ছিলো। বিজ্ঞ আদালতের নির্দেশনা মতে আজ তাকে গ্রেফতার করতে পেরেছি। দুপুরে তাকে জেলা আদালতে প্রেরন করা হবে ।