
সাতক্ষীরা : বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্ট থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। বিজিবি এ সময় চোরাকারবারিকে আটক করতে পারেনি। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারতে সোনার বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টে এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্যাকেটের ভেতরে তল্লাশি চালিয়ে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭০০ গ্রাম।