
সাতক্ষীরা প্রতিনিধি : খুলনা বিভাগে শুরু হওয়া পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরায় জামায়াতের চার নেতা-কর্মীসহ ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এসময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। এসব ঘটনায় ১২ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন, কলারোয়া থানা থেকে আটজন, তালা থানা সাতজন, কালিগঞ্জ থানা ১১ জন, শ্যামনগর থানা ২০ জন, আশাশুনি থানা ছয়জন, দেবহাটা থানা তিনজন, পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।