সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে তালা উপজেলার মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তালার মুড়কুলিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র ইসরাফিল হোসেন (২৮) ও অজ্ঞাত ৬ বছরের এক শিশু।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম জানান, তালা উপজেলার নওয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান কয়েকজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও পাঁচজন আহত হন।


