সাতক্ষীরায় বনদস্যু হাতে অপহৃত ১০ জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে

বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যু রবিউল বাহিনীর হাতে অপহৃত ১০ জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে।

সোববার সকাল সাড়ে ১১টার দিকে তারা সাতক্ষীরার শ্যামনগরে ফিরে আসেন।

ফিরে আসা জেলেরা জানান, ১০ মার্চ সুন্দরবনের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যু রবিউল বাহিনী ১০ জেলেকে অপহরণ করে। তিন দিন আটক থাকার পর তাদের প্রত্যেকের মাথাপিছু ৪০ হাজার করে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে বনদস্যুরা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।