সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৪ নেতা-কর্মীসহ ৬৮ জনকে গ্রেপ্তার

সাতক্ষীরা : খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায় ঘোষণার আগের দিন বুধবার সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৪ নেতা-কর্মীসহ ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানের পর চারটি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরার সদর থানা থেকে ৩০ জন, কলারোয়া থানা থেকে সাতজন, তালা থানা থেকে চারজন, কালীগঞ্জ থানা থেকে পাঁচজন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে চারজন, দেবহাটা থানায় তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।