সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৩৬

বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে ইসলামীর চার কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে।

একই সময় শ্যামনগর উপজেলার খানপুর এলাকা থেকে তিন রাউন্ড গুলিসহ তিনটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় থেকে ১৬ জন, কলারোয়া থানায় ০৬ জন, তালা থানায় ০৩ জন, কালীগঞ্জ থানায় ০৩ জন, শ্যামনগর থানায় ০৪ জন, আশাশুনি থানায় ০২ জন, দেবহাটা থানা থেকে ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।