![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/11/Satkhira-1.jpg)
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাঁচরকি গ্রাম থেকে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পাঁচরকি গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তরিকুল সদর উপজেলার রেউই গ্রামের আমজাদ আলীর ছেলে।
সদর থানার এসআই মো. আসাদুজ্জামান বলেন, তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পাশে একটি মোবাইল ফোনসেট পড়ে ছিল।
সাতক্ষীরা সদর অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।