সাতক্ষীরায় যুবলীগের সাধারণ সম্পাদক সড়ক দুর্ঘটনায় নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার আলীপুরে এই দুর্ঘটনা ঘটে। আফজাল সদরের শিমুলবাড়িয়া গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আফজাল শিমুলবাড়িয়ার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরা সদরে আসছিলেন। পথিমধ্যে আলিপুরে পৌঁছলে সাতক্ষীরা থেকে কালীগঞ্জগামী একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সরদ থানার অফিসার ইনচার্জ (ওসি)ফিরোজ হোসেন মোল্লা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।