
সাতক্ষীরা প্রতিনিধি : জেলার পাটকেলঘাটার কুমিরা-মাইকেল মধুসূদন সড়কের বাবুর পুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন বুলু (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের আফতাব সরদারের ছেলে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম জানান, বাবুর পুকুর এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইসমাইল নিহত হয়।
নিহতের বাবা আফতাব সরদার জানান, তার ছেলে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। ৬ মাসের ছুটিতে সে বাড়িতে এসেছছিল।