সাতক্ষীরায় ১২০পিচ ইয়াবা সহ ২ ব্যবসায়ী আটক

হেলাল উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায়১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড় এলাকা থেকে পুরাতন সাতক্ষীরা ফাঁড়ির ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে।আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের কুখরালী বলফিল্ড এলাকার মোসলেম সরদারের ছেলে জাকির হোসেন(৩০)ওআশাশুনি উপজেলার কল্যাণপুর গাজীপাড়া এলাকার হাজী মিনহাজ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম(৩৫)। রফিকুল বর্তমানে সাতক্ষীরা বাজারবাগান এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস করেন।পুরাতন সাতক্ষীরা ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় পুরাতন সাতক্ষীরা ছয়আনি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এখবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জাকির হোসেন রফিকুল ইসলামকে আটক করা হয়। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ১২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(খ) দায়ের করা হয়েছে। যার মামলা নং- ৬৪।