
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানার পুলিশ ১২ জনকে, কলারোয়া থানার পুলিশ সাতজনকে, তালা থানার পুলিশ চারজনকে, কালিগঞ্জ থানার পুলিশ চারজনকে, শ্যামনগর থানার পুলিশ ছয়জনকে, আশাশুনি থানার পুলিশ ছয়জনকে, দেবহাটা থানার পুলিশ একজনকে ও পাটকেলঘাটা থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।