সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা আর নেই

জেলা প্রতিবেদকঃ সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা মুকুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা আর নেইবৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টার দিকে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার হায়বাতপুরের নিজ বাড়িতে গোসল করতে গিয়ে বাথরুমে পড়ে যান গোলাম মোস্তফা মুকুল। এ সময় তার হার্ট অ্যাটাক হয়। তাকে তাৎক্ষণিক স্থানীয় রিডা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজিত রায় তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।