আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পরিবহণ মন্ত্রী কাজিম ফিনজান দাবি করেছেন, সাত হাজার বছর আগে সুমেরীয়রা ইরাকে প্রথম বিমানবন্দর নির্মাণ করেছিল। এই বিমানবন্দরটি তারা মহাকাশ যান উৎক্ষেপনের জন্য ব্যবহার করতো।
দক্ষিণ ইরাকের ধি কার এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
কাজিম ফিজান বলেন, খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে সুমেরীয়রা প্রথম বিমানবন্দর নির্মাণ করেছিল। এই বিমানবন্দর থেকে মহাকাশযানে করে তারা মহাকাশে গবেষণার জন্য নিয়মিত যাতায়াত করতো। এমনকি প্লুটো গ্রহেও তারা মহাকাশযানে করে গিয়েছিল।
টুইটারে কাজিম ফিজানের সংবাদ সম্মেলনের ভিডিওটি পোস্ট করেছেন সেন্টার ফর অ্যাকাডেমিক শিয়া স্টাডিজের গবেষক হায়দার আল খোয়েয়ি। তিনি লিখেছেন, ‘ সতর্ক হওয়ার সময় এবং আমার মনে হয় তার (কাজিমের) মতের বিরোধিতা করার সাহস কারো আছে।’
ধারণা করা হয়, বর্তমান ইরাকের দক্ষিণে খ্রিস্টপূর্ব সাড়ে ৫ হাজার থেকে ৪ হাজার অব্দে সুমেরীয়রা বসতি স্থাপন করে। তারাই প্রথম কৃষি, বাণিজ্য ও হস্তশিল্পের বিকাশ ঘটায়।
প্রসঙ্গত, এটা সর্বজন স্বীকৃত যে, রাশিয়ার নভোচারী ইউরি গ্যাগারিনই হচ্ছেন প্রথম মহাকাশচারী। ১৯৬১ সালে তিনি ১০৮ মিনিট মহাকাশে অবস্থান করেন।