বলিউডের অন্যতম আলোচিত প্রেমিক যুগল ছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু চলতি বছরের শুরুতে হঠাৎ করেই ছাড়াছাড়ি হয় তাদের।
এতোদিন এ নিয়ে চুপ থাকলেও সম্প্রতি ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে মুখ খুলেছেন রণবীর। এক সাক্ষাৎকারে ‘বারফি’ খ্যাত এ তারকা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন আমার কাছে খুব প্রিয়। ক্যাটরিনার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক ছিল অথবা আছে। আমার বাবা-মায়ের পর আমার জীবনে তার অনুপ্রেরণা এবং প্রভাব সবচেয়ে বেশি। আমি থাকে খুব যত্ন করে আগলে রেখেছি। এর চেয়ে বেশি কিছু বলার নেই। সম্পর্কটা আমার কাছে অনেক প্রিয় এবং আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না।’
কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক নাকি মোটেও এমন ছিল না। এ জুটির এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি (রণবীর কাপুর) বলছেন ক্যাটরিনা তার জীবনে অনুপ্রেরণা ছিল। কিন্তু বাস্তবে তিনি তার কাছ থেকে সুবিধা নিয়েছেন। রণবীরের সঙ্গে সম্পর্কের জন্য ক্যাটরিনা ক্যারিয়ারসহ সবকিছু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার জীবন সম্পূর্ণ পরিবর্তন করার চিন্তা করেছিলেন। তিনি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া বন্ধ করেছিলেন এবং মিসেস রণবীর হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বিনিময়ে তিনি কী পেয়েছেন? সাত বছরের সম্পর্ক শেষে রণবীর তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং তাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন।’
আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেটে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রণবীর-ক্যাটরিনার। এরপর চলতি বছরের জানুয়ারিতে ছাড়াছাড়ি হয় এ জুটির। আগামী দিনে রণবীর ও ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাবে জাগ্গা জাসুস সিনেমায়। আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।