
গাইবান্ধা প্রতিনিধি : জেলার সাদুল্যাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের বটেরতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল হামিদ স্থানীয় পশ্চিম দামোদরপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার। তিনি পশ্চিম দামোদরপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ফরহাদ ইমরুল কায়েস জানান, জামায়াত নেতা আব্দুল হামিদের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় নাশকতার মামলার রয়েছে। আজ বিকেলে বটেরতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে আদালতে তোলা হবে।