সাদেক হোসেন খোকার কবরে বিএনপির শ্রদ্ধা

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর ৬৮ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে জুরাইন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করেন বিএনপি নেতারা।

এ সময় সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ছোট ছেলে ইশফাক হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হকসহ মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।