সচিবালয় প্রতিবেদক : ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহরিয়ার আহসানকে শর্ত সাপেক্ষে আগামী তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের এমডি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, শাহরিয়ার আহসানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ ছাড়া মন্ত্রণালয়ের অন্য দুটি আদেশে কোম্পানিগঞ্জের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিয়াউল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আরবি কালচার কর্মকর্তা এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরীকে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।