বিনোদন ডেস্ক : নিজস্ব মোবাইল অ্যাপ চালু করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গতকাল বুধবার এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
সানিই প্রথম ভারতীয় তারকা যিনি নিজস্ব অ্যাপ চালু করলেন। এ বিষয়ে তাকে সহযোগিতা করছেন নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান এসকাপেক্স। যারা এর আগে বব মার্লে, এনরিক ইগলেসিয়াস, ফিল কলিন্সসহ অনেক তারকার নামে অ্যাপ তৈরি করেছে।
নতুন এই অ্যাপের মাধ্যমে সানি ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব) এ অভিনেত্রীর বিভিন্ন পোস্ট দেখতে পারবেন। পাশাপাশি এই অ্যাপের ফিডের মাধ্যমে ভক্তরা তার সঙ্গে আলাপচারিতাও করতে পারবেন। এছাড়া অ্যাপটিতে রয়েছে পুশ নটিফিকেশন, সুপারস্টারস পোস্ট এবং কনটেস্ট।
এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘অনেকদিন থেকেই আমি একটি অ্যাপ চাচ্ছিলাম এবং অবশেষে এটি পেলাম। এটি আমার ভক্তদের জন্য। যার মাধ্যমে তারা আমার দুনিয়ায় কী হচ্ছে জানতে পারবেন। এক জায়গায় আমার সকল তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য আমার তর সইছে না।’
সানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বেঈমান লাভ তার পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার এতে আরবাজ খানের বিপরীতে দেখা যাবে তাকে।