সানি লিওন ছবি

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সানি লিওন। এক সময়ের এই পর্নো তারকা এখন কাজ করেন বলিউড সিনেমায়। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র মাধ্যমে আলোচনায় আসেন সানি। পরবর্তীতে জিসম-টু সিনেমার মধ্য দিয়ে বলিউড সিনেমায় পা রাখেন।

সানি লিওনের জন্ম ১৯৮১ সালের ১৩ মে। কানাডার সার্নিয়া, ওন্টারিও-তে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার জন্ম তিব্বতে কিন্তু বেড়ে উঠেছেন দিল্লিতে এবং মায়ের জন্ম ভারতের হিমাচল প্রদেশে।

সানি অভিনীত সিনেমাগুলো হলো- জিসম-টু, জ্যাকপট, রাগিনি এমএমএস-টু, হেট স্টোরি-টু, এক পেহেলি লীলা, কুচ কুচ লোচা হ্যায়, মাস্তিজাদে, ওয়ান নাইট স্ট্যান্ড, বেঈমান লাভ। বেশকিছু সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছেন তিনি। বর্তমানে তেরা ইন্তেজার সিনেমার শুটিং করছেন সানি। এছাড়া শাহরুখ খানের বিপরীতে রইস সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে সানিকে।

বলিউড এই সেনসেশনকে নিয়ে আমাদের আজকের ফটো ফিচার।

sunny_12 sunny_220161202091624 sunny_320161202091627sunny_520161202091632 sunny_62 sunny_72 sunny_92 sunny_10sunny_82