সানীর বিশ্ব রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক : বল হাতে বৃহস্পতিবার রাতে রূদ্রমূর্তী ধারণ করেছিলেন আরাফাত সানী। ২.৪ ওভার বোলিং করে কোনো রান খরচ না করে তুলে নিলেন ৩ উইকেট।

তার নামের পাশে বোলিং ফিগার দেখাচ্ছিল এরকম ২.৪-২-০-৩। ইকনোমি রেট ০.০০।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে এমন বোলিং ফিগার কোনো বোলারের নেই।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা নেদারল্যান্ডসের বিপক্ষে ২ ওভারে কোনো রান খরচ না করে ১ উইকেট নিয়েছিলেন। তারও ইকনোমি রেট ০.০০। উইকেট সংখ্যায় এগিয়ে থাকায় সানী ছাড়িয়ে গেছেন কুলাসেকারাকে।

তামিল নাড়ুর ক্রিকেটার রনিত মোড়ে ৩ ওভার ২ মেডেনে ১ রানে নিয়েছিলেন ২ উইকেট। তার ইকনোমি রেট ছিল ০.৩৩। তবে কোনো রান না খরচ করে ৩ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার হলেন আরাফাত সানী।

খুলনার বিপক্ষে তৃতীয় ওভারে বল হাতে নেন সানী। এরপর নবম ওভারে ফিরে এসে প্রথম বলেই পান উইকেটের স্বাদ। তার বলে এলবিডাব্লিউ হন আরিফুল হক। তিন বল পর মিড উইকেটে সৌম্যর হাতে ক্যাচ দেন জুনায়েদ খান। খুলনা শিবিরে শেষ পেরেকটি ঠুকিয়ে দেন সানীই।

মোহাম্মদ আসহর বোল্ড হন সানীর বলে। তাতেই ইতিহাস। দূরন্ত সানীর অসাধারণ বোলিং।