বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীদের ইনবক্সে বন্ধুদের কাছ থেকে সম্প্রতি নতুন একটি ভিডিও ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ কারণে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন।
হ্যাকাররা ভাইরাসযুক্ত একটি ভিডিও লিংক ইনবক্সে মেসেজ হিসেবে পাঠাচ্ছে। ফেসবুকে আপনার যে প্রোফাইল পিক রয়েছে সেটি ভাইরাসযুক্ত ভিডিওতে প্রদর্শন করা হচ্ছে কৌশলে। ফলে ব্যবহারকারীদের ইনবক্সে যখন ভিডিও লিংকটি আসছে তখন অনেকেই কৌতূহলী হয়ে সেটি দেখার জন্য ক্লিক করছেন।
দেখার জন্য ক্লিক করলেই, আপনার ফেসবুক অ্যাকাউন্ট এন্ট্রি পেয়ে যাচ্ছে ভাইরাসটি। আর আপনার অ্যাকাউন্টে এই ভাইরাসের প্রবেশ মানেই, অ্যাকাউন্টের তথ্য পাচার হওয়ার আশঙ্কা।
শুধু তাই নয়, আপনার নামে আসা ভিডিও ভাইরাসের লিংকটিতে ক্লিক করা মাত্রই আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সব বন্ধুরা এই ভিডিও ভাইরাসটিতে ট্যাগ হয়ে যাবে এবং তাদের ইনবক্সে আপনার মাধ্যমে তা মেসেজ হিসেবে পৌঁছে যাবে।
সুতরাং মেসেজ বক্সে বন্ধুদের কাছ থেকে আসা আপনার প্রোফাইল পিক সংবলিত ভিডিও লিংকটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।