সাবেক আইজি প্রিজন ইফতেখারের অভিযোগ তদন্ত করবে দুদক

বাংলাদেশ কারা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (২২ আগস্ট) রোববার দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সাবেক আইজি প্রিজনের বিরুদ্ধে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে নিয়োগ, টেন্ডার ও মাদক বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

২০১৮ সালের ডিসেম্বরে সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার ‍উদ্দীন অবসরে যান।