
জেলা প্রতিবেদকঃ কুড়িগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টু হত্যাচেষ্টা মামলায় চার আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
পুলিশ সুপার আরো জানান, বুধবার (১৪ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে মামলার প্রধান আসামি বাঁধন (৩২) রশিদ মিয়া নামে দু’জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী মামলার আরেক আসামি মাজহারুল ইসলাম মনোয়ারকে (২৮) কুড়িগ্রামের কাঠালবাড়ী এলাকা থেকে আটক করা হয়। তার আগে মামলার আরেক আসামি আল আমিন আহমেদ শুভ (৩৩)কে আটক করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ মার্চ (মঙ্গলবার) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটের পালপাড়া এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় তার ডান হাতের কব্জি কেটে দেয় তারা। এ ঘটনায় মিন্টুর বাবা আলতাফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। বর্তমানে মিন্টু ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।