সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী মোসা. সুরাইয়া সুলতানা ও ছেলে মো. সাফায়েত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আলাদা তিনটি আবেদন করেন।

ওই আবেদনে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে দুদক সম্পদ বিবরণী দাখিলে নোটিশ জারি করা হয়।

আবেদনে বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জনে তারা প্রত্যক্ষ সহযোগিতা করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। তারা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের মাধ্যমে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।

তারা যাতে দেশত্যাগ না করতে পারেন সে বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে পত্র পাঠানোসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন তিনটি মঞ্জুর করেন।