নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। চিরকুমার মোহাম্মদ ইউসুফ দুই ভাই ও দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। চট্টগ্রামের রাংগুনিয়ার সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আর নেই (ইন্না লিল্লাহে… রাজেউন)।
রাংগুনিয়ার বর্তমান সংসদ সদস্য ড. হাছান মাহমুদ জানান, সকাল ৮টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। তার লাশ চট্টগ্রামে আনা হচ্ছে।
গুরুতর অসুস্থ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৯ জানুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
মোহাম্মদ ইউসুফ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ১৯৯১ সালে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি সিপিবি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।


