সাব্দারপুর রেলওয়ে স্টেশনে নবনির্মিত প্লাট ফর্ম উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরের সাব্দারপুর রেলওয়ে স্টেশনে নবনির্মিত প্লাট ফর্ম শেড ও হাইলেভেল প্লাট ফর্মের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এসব ফ্লাটফর্মের উদ্বোধন করেন তিনি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনিই প্রথম রেল পথ মন্ত্রণালয় গঠন করেন। তার পর থেকে দেশে রেলওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের প্রধান চলাচলের ব্যবস্থা হলো রেলপথ। তাই রেলের উন্নয়নে দেশের মানুষ যাত্রী সেবা পাচ্ছে।

তিনি বলেন, বিএনপির আমলে রেলে ৫০০ কোটি টাকা বরাদ্দ ছিল। সেখানে আমরা ক্ষমতায় আসার পর বর্তমানে রেলের বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ১১ হাজার কোটি টাকা।

রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ের পশ্চিমাঞ্চলের রাজশাহীর মহাব্যবস্থাপক খায়রুল আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

এ ছাড়াও অনুষ্ঠানে রেলওয়ের কর্মকর্তা, কর্মচারী, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।