
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষুব্ধ জনতার হামলায় সাব–রেজিষ্ট্রার ইউসুফ আলীর উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) রাতে শিবগঞ্জ পৌর এলাকার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– শিবগঞ্জ সাব–রেজিস্টার অফিসের মহরার সাজিরুল ইসলাম, আলফাজ উদ্দিন ও রোজবুল হক। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে গ্রেফতাকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (১১ জানুয়ারি) রাতে মোহরার মামুন অর রশিদ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ মুঠোফোনে জানান, গত ১০ জানুয়ারি জনতার হামলায় আহন হন শিবগঞ্জ সাব–রেজিস্ট্রার ইউসুফ আলী। এ ঘটনায় মোহরাল মামুন অর রশিদ বাদি হয়ে থানায় মামলা করেছেন। এর প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত এক চিঠিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে কর্মবিরতির ডাক দেয়া হয়। কিন্তু একদিন পরই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত আরেক চিঠিতে কর্মবিরতি স্থগিত করা হয়।
এর আগে ১০ জানুয়ারি বিকেলে অনিয়ম–দুর্নীতির অভিযোগে বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হন শিবগঞ্জ সাব–রেজিস্ট্রার ইউসুফ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এনিয়ে মুঠোফোনে কথা বলতে একাধিকবার চেষ্টা করলেও শিবগঞ্জ সাব–রেজিস্ট্রার ইউসুফ আলীর ফোন বন্ধ পাওয়া যায়৷