সাভার : সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক ব্যক্তি জানান, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ভোরে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সকালে সেখান থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদিরের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তাকে না পেয়ে থানার সেকেন্ড অফিসার মো. আনিছের কাছে ফোন করলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।