সাভারের একটি বিনোদন পার্কে অভিযান চালিয়ে ১৪ নারীসহ ২৬ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের একটি বিনোদন পার্কে অভিযান চালিয়ে ১৪ নারীসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া এলাকার ‘তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড’ নামের ওই পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বিরুলিয়ার তুরাগ রিক্রিয়েশন পার্কের ভিতরে থাকা কটেজে অসামাজিক কার্যকলাপ চলে এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে পার্ক থেকে ১৪ নারীসহ ২৬ জনকে আটক করা হয়। আটককৃদের বিরুদ্ধে মামলা দাযেরের পর আদালতে প্রেরণ করা হবে।