সাভার : সাভারের সিআরপিতে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) পৌঁছেছেন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একটি অ্যাম্বুল্যান্সে সিআরপিতে পৌঁছান খাদিজা। সঙ্গে ছিলেন খাদিজার বাবা মাশুক মিয়া।
সিআরপিতে পৌঁছার পর খাদিজাকে নিয়ে যাওয়া হয় সেখানকার নিউরোলজিস্ট সাইদ উদ্দিন হেলালের চেম্বারে। সিআরপিতে তিনিই খাদিজার পরবর্তী চিকিৎসা প্রদান করবেন। প্রাথমিকভাবে খাদিজার সমস্যা শোনার পর সাংবাদিকদের ব্রিফ করেন এই চিকিৎসক।
সাংবাদিকদের ব্রিফ করছেন ডা. সাইদ উদ্দিন হেলাল
তিনি বলেন, ‘খাদিজা শরীরের বাম অংশে অবশ অনুভব করেন। এটি আমরা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলার চেষ্টা করবো। খাদিজা যেহেতু হেড ইনজুরি কাটিয়ে উঠেছেন তাই তাকে কথা কম বলতে হবে। ঠিক কত দিনে খাদিজা সুস্থ হয়ে উঠবেন সেটি এখনি বলা যাচ্ছে না। তবে দুই এক দিনের মধ্যে আমরা একটি ধারণা পাবো। খাদিজাকে সুস্থ করতে সকলের সহযোগিতা প্রয়োজন।’
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
স্কয়ার হাসপাতালের কাস্টমার কেয়ার অফিসার জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। খাদিজা হাঁটাচলা করতে পারেন না। তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য সিআরপিতে পাঠানো হয়েছে।