
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে এলিম সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়া এলাকায়।
রবিবার (২৮ মার্চ) সকালের দিকে আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়ি এলাকায় হাজি মো. ফজল হক সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত এলিম হাজী মোঃ ফজল হকের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী পাশের বাড়ির চার তলায় নির্মাণ কাজ দেখেতে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। পরে তিনি বাসায় ফিরে এলিমকে বিছানায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেয়।
নিহতের বাবা হাজি মো. ফজল হক জানান, সকাল ১০টায় ফোন করে জানায় এলিমের অবস্থা খারাপ। কিন্তু বাড়িতে এসে দেখি এলিমে গায়ে-পেটে বড় ক্ষত। বছর খানেক আগে এলিমের সঙ্গে ডিসের ব্যবসা নিয়ে পাশের গ্রামের এক ব্যক্তির মারামারি হয়। তবে আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের শরীরে গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে৷ প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে যখম করে কৌশলে পালিয়ে যায়।