নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকা থেকে দুই হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার ভোরে ব্যাংক টাউন আবাসিক এলাকার ৮ নম্বর রোডের নাজমুল হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এফএম সায়েদ বলেন, সাদ্দাম (৩৫) ও শরিফ (৪০) নামে দুই মাদক ব্যবসায়ী ফেনসিডিলের একটি বড় চালান ওই বাড়িতে মজুদ করেন। খবর পেয়ে ভোরে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাড়িটির একটি কক্ষ থেকে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার এবং সাদ্দাম ও শরিফকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।