
কিছুদিন আগেই প্রকাশে আসে ‘দোস্তানা ২’ তে থাকছে না কার্তিক আরিয়ান। শুধু ‘দোস্তানা ২’ নয় ধর্মা প্রোডাকশন থেকে ব্যান করা হয় কার্তিককে।
প্রথমে শোনা যায় কার্তিক ‘দোস্তানা ২’ সিনেমার শুটিং-এর জন্য ডেট নিয়ে প্রয়োজনা সংস্থাকে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছিলেন কার্তিক। অভিনেতার ট্যালেন্ট এজেন্সিকে বারবার শ্যুটিংয়ের তারিখ নিশ্চিত করবার কথা জানানো হলেও জবাব মেলেনি।
কিন্তু এবার জানা গেলো আসল কারণ, করনের-ঘনিষ্ঠ এক সূত্র থেকে সম্প্রতি জানা গিয়েছে, ২০১৯ সালে যখন ‘দোস্তানা ২’-র সঙ্গে চুক্তিবদ্ধ হন কার্তিক, তখন তাঁর বাজার দর ছিল ২-৩ কোটি। বর্তমানে ছবি পিছু ১০ কোটি নিতে শুরু করেছেন অভিনেতা। সেই দাবি জানিয়েছিলেন করণ জোহরকেও। এত কম টাকায় ‘দোস্তানা ২’-তে কাজ না করে, করণকে তাঁর পারিশ্রমিক বাড়াতে অনুরোধ করেছিলেন। আর করণ তাতে রাজি না হয়ে কার্তিককে ধর্মা প্রোডাকশনের আরও একটি ছবিতে অভিনয়ের সুযোগ দিয়ে পুষিয়ে দিতে চেয়েছিলেন।
প্রথমে কার্তিককে জানানো হয় ‘মিঃ লেলে’ ছবিতে তাঁকে অভিনয় করার সুযোগ দেওয়া হবে। তারপরে কার্তিক জানতে পারেন ‘মিঃ লেলে’-তে তিনি নন, কাজ করছেন ভিকি কৌশল। কিছুদিন পর কার্তিক খবর পান ধর্মার অন্য একটি ছবি ‘যোদ্ধা’-তে কাজ করছেন শাহিদ কাপুর, যদিও সেটি পরে ক্যানসেল হয়ে যায়। তখন সরাসরি করণের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন কার্তিক। করণ জোহর তখন কার্তিককে ‘গুঞ্জন সাক্সেনা’খ্যাত পরিচালক সারণ শর্মার নতুন ছবিতে নেওয়ার আশ্বাস দেন। এবার আর মুখের কথায় মেনে নিতে রাজি হননি কার্তিক। লিখিত দিতে বলেন। আর এতেই চটে যান করণ। অবশ্য কার্তিকও নাকি করণ জোহর লিখিত না দেওয়া পর্যন্ত ‘দোস্তানা ২’-র জন্য ডেট দিতে রাজি হন না। সবশেষে বিরক্ত করণ সিদ্ধান্ত নেন তাঁর ছবি থেকে সরিয়ে দেবেন কার্তিক আরিয়ানকে।