সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার ১

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ  সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিয়ের পর থেকেই প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযোগ প্রাপ্তির পর থেকেই RAB-4, CPC-3 এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এই ঘটনার তদন্ত শুরু করে উক্ত ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আকাশ এর পরিচয় শনাক্ত করে তার নিজ বাড়ী হতে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় আট বছর পূর্বে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকার মান্তা গ্রামের মৃত নাসির উদ্দীন সন্তাই এর ছেলে জর্দ্দান প্রবাসী মোঃ আকাশ মাহমুদ(২৪) এর সাথে ভিকটিম সোনিয়ার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে আসামি আকাশ তার অনৈতিক কার্যকলাপ চরিতার্থ করার জন্য ভিকটিম সোনিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই প্রস্তাবে সোনিয়া রাজি না হলে আকাশ নানাভাবে সোনিয়াকে পীড়াপীড়ি করতে থাকে। এক পর্যায়ে সোনিয়া আকাশের কথায় রাজি হয়ে যায় এবং ১৯/০৩/২০২১ তারিখ মোবাইল ফোনের মাধ্যমে আকাশের সাথে সোনিয়ার বিয়ে হয়। এরপর হতে আকাশ সোনিয়াকে নিজের স্ত্রী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে সোনিয়ার ব্যক্তিগত ছবি পাঠাতে বলে এবং ভিডিও কলের মাধ্যমে সোনিয়ার বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে এই সকল ছবি ও ভিডিও ব্যবহার করে আকাশ সোনিয়াকে ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং পরবর্তী সময়ে মোবাইল ফোনের মাধ্যমে সোনিয়াকে ডিভোর্স দেয়। পরবর্তীতে আকাশ এই সকল ছবি ও ভিডিও ফেসবুকে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট খুলে সেখানে পোস্ট করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সোনিয়ার আত্মীয়স্বজনের কাছে পাঠাতে থাকে।
RAB-4, CPC-3 এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত আসামি আকাশকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামি আকাশের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।