সামাজিক সালিশ কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার ত্বরান্বিত করতে টেকসই সামাজিক সালিশ ব্যবস্থা কার্যকরের দাবি জানিয়েছে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

‘টেকসই সামাজিক সালিশ ক্যাম্পেইন’ উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন ও সামাজিক সালিশ ক্যাম্পেইনসহ কয়েকটি সংস্থা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, সমাজে বিরোধ মীমাংসা করে টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সামাজিক সালিশ ব্যবস্থা জোরদার করতে হবে। আমাদের দেশে সালিশ ব্যবস্থার মানোন্নয়ন ঘটলেও প্রভাবশালী ব্যক্তিদের কারণে তাতে কিছু সমস্যা দেখা দেয়। এ থেকে উত্তরণে সর্বস্তরে সচেতনতা ও সালিশকারদের প্রশিক্ষণের পাশাপাশি সালিশ পরিচালনা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, গ্রামের মানুষ আদালতে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। আদালতে বিচার কার্যক্রমের দীর্ঘসূত্রতা, খরচ ও নানা নিয়ম কানুনের জটিলতা মানুষকে হতোদ্যম ও বিপর্যস্ত করে তোলে।

সালিশ ব্যবস্থার ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, শালিসে সময় ও খরচ কম হয়। প্রচলিত সামাজিক সালিশ ব্যবস্থার কারণে বিচার বিভাগে বিচারিক মামলার ভার কমবে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ বলেন, নারী, শিশু ও প্রান্তিক পর্যায়ের মানুষের সুবিচারের জন্য সামাজিক সালিশ ব্যবস্থায় প্রয়োজনীয় আইনি পরিবর্তন করা দরকার। বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে এর প্রাতিষ্ঠানিক রূপ এবং সালিশকারদের দক্ষতা বাড়ানো প্রয়োজন।

টেকসই সামাজিক সালিশ ব্যবস্থার জন্য সারা দেশে এর ক্যাম্পেইন চলছে। যা আগামী বছরের মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে ছিলেন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মাদারীপুর লিগ্যাল এইডের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন প্রমুখ।