আন্তর্জাতিক ডেস্ক : সামুদ্রিক পাখি অ্যালবেট্রসদের মধ্যে সবচেয়ে বয়স্কটি ডিম দিয়েছে। ৬৬ বছরে পা দেয়া পাখিটি এখন প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র দ্বীপ মিডওয়ে অ্যাটলে বাচ্চা ফুটাতে ডিমে তা দিচ্ছে।
লেসান অ্যালবেট্রসরা দীর্ঘায়ু হয়। পাঁচ বছর বয়স পার হওয়ার পর এরা ডিম দেয়া শুরু করে। বছরে একবার মাত্র একটি ডিম দেয় এই পাখি। পাখিবিজ্ঞানীরা ১৯৫৬ সালে একটি স্ত্রী অ্যালবেট্রসকে চিহ্নিত করে এবং এর পায়ে ব্যান্ড বেঁধে দেয়। পরবর্তীতে এর নাম রাখা হয় ওয়াইজডম বা বৃদ্ধা। ওয়াইজডম সত্যি সত্যি বুড়ো হয়েছে। চলতি বছর সে ৬৬ বছর বয়সে পা দিয়েছে। চলতি মাসে পাখিটি মিডওয়ে অ্যাটলে ফিরে এসেছে। প্রতিবছর দ্বীপটির যে বাসাটিতে সে তার পুরুষ সঙ্গীকে নিয়ে থাকতো সেটাতেই এবার সে ফিরে এসেছে এবং ডিম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মৎস ও বন্যপ্রাণী সেবা প্রকল্পের বব পেটন জানান, গত ছয় দশক ধরে ওয়াইজডম মিডওয়ে অ্যাটলে আসছে।