অর্থনৈতিক প্রতিবেদক : দেশের বিভিন্নস্থান মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
মঙ্গলবার এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন সভ্য সমাজে এ ধরনের সহিংসতা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। এই সহিংসতা বাংলাদেশের গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক পরিচিতি ধ্বংস করার একটি হীন চেষ্টা। দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার জন্য এটি একটি উদ্দেশ্যমূলক ঘটনা। এফবিসিসিআই আশা করছে যে, সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনার পেছনে জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য উদঘাটন করবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সংকট মোকাবেলায় দেশের ব্যবসায়ীদের পূর্ন সমর্থন রয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।