আন্তর্জাতিক ডেস্ক : আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির।
রোববার অনুষ্ঠিত দলীয় মনোনয়ন পর্ব প্রাইমারি থেকে ছিটকে পড়েছেন মধ্য-ডানপন্থি রিপাবলিকান পার্টির এই প্রবীণ নেতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেভাবে দলীয় প্রার্থী মনোনীত হন, কিছুটা সেভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করা হবে। রোববার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ভোটে তৃতীয় হয়ে নির্বাচন থেকে ছিটকে পড়েন সারকোজি।
রোববার প্রাইমারিতে প্রথম হন ফ্রাঁসোয়া ফিলোঁ। দ্বিতীয় হন অ্যালাইঁ জুপে। আগামী রোববার এ দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। যিনি জিতবেন, তিনিই হবেন ২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী।
ফ্রাঁসোয়া ওলাঁদের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সরকার জনপ্রিয়তার তলানিতে অবস্থান করছে। এবার প্রেসিডেন্ট নির্বাচনে তাদের পাত্তা পাওয়া যাবে না বলে নির্বাচন বিশ্লেষকরা ধারণা করছেন।
পরাজয় মেনে নিয়ে দেওয়া বক্তব্যে সারকোজি (৬১) বলেন, ‘আমার কোনো কষ্টবোধ নেই, নেই কোনো দুঃখ। আমি আমার দেশের মঙ্গল কামনা করি।’
নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়ার পর সারকোজি সমর্থন দিয়েছেন ফিলোঁকে। তিনি মনে করেন, ফিলোঁর ‘রাজনৈতিক ইচ্ছা’ কিছুটা তার মতো।
উল্লেখ্য, সারকোজির সরকারে প্রধানমন্ত্রী ছিলেন ফিলোঁ।