সারাকে নিয়ে কারিনা-সাইফের দ্বন্দ্ব

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। মা অমৃতা সিং ও বাবা সাইফ আলী খানের পথেই হাঁটছেন তাদের মেয়ে। এ খবর অনেক দিন ধরেই বলিপাড়ায় উড়ছে। সর্বশেষ শোনা যায়, ধর্মা প্রোডাকশনের ব্যানারেই সারা আলী খানের বলিউডে অভিষেক হবে।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, করণ জোহরের হাত ধরে সারা আলীর বলিউডে অভিষেক হোক তা চান না সাইফ আলী খান। তিনি চান না তার মেয়ে আলিয়া ভাটের মতো হোক। এ নিয়ে কারিনা-সাইফের মধ্যে চলছে দ্বন্দ্ব।

এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সারা আলী খানের ক্যারিয়ার নিয়ে কারিনা কাপুর ও সাইফ আলী খানের মধ্যে মত বিরোধ রয়েছে। কিন্তু এটা সত্যি যে, তিনি চান না তার মেয়ে (সারা) আলিয়া ভাটকে অনুসরণ করুক। কারিনা ও সারা সবসময় আলোচনা করেন করণ যদি আলিয়াকে ব্রেক না দিতো তবে তার ক্যারিয়ার এতটা দাঁড়াত না। করণ জোহর নিঃসন্দেহে বড় মাপের পরিচালক। তবু সাইফ চান না তার মেয়ের ক্যারিয়ারে অন্য কারো প্রভাব পড়ুক।’