
নিজস্ব প্রতিবেদক: পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিলের দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।
বুধবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন।
কমলাপুর রেল স্টেশনে দেখা যায়, হুট করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালের ট্রেনে যারা ঢাকা ছেড়ে যেতে চেয়েছিলেন, সেসব যাত্রীরা অপেক্ষা করছেন স্টেশনে। এছাড়া, যারা টিকিট নিয়েছেন তারা পরের ট্রেনে যাবেন নাকি টাকা ফেরত পাবেন, এসব বিষয়েও পরিষ্কার কিছু জানা যায়নি এখন পর্যন্ত।